ইসলাম হলো স্বভাব-জাত ধর্ম।একমাত্র ইসলামি শিক্ষায় মানবজাতির স্বভাব-প্রকৃতির পূর্ণতার প্রতি সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তাই তো ইসলামের শিক্ষা বিশ্বব্যাপী এবং বিশ্বজনীন। ইসলামের শিক্ষা পৃথিবীময় সমগ্র জাতি-গোষ্ঠী ও শ্রেণি-সম্প্রদায়ের জন্য বিস্তৃত ও সম্প্রসারিত।এমনিভাবে কিয়ামত পর্যন্ত আগত মানবমন্ডলীর জন্যেও রয়েছে হেদায়েত ও...